Home তোমাদের কবিতা ঝড়

ঝড়

আবদুস সামাদ রাজু

ঝড় এসেছে ঝড় এসেছে
কালবৈশাখী ঝড়
গাছগাছালি কাঁপিয়ে দিলো
উড়িয়ে নিল খড়।
উড়িয়ে নিলো রাব্বি সোনার
ছোট্ট খেলার ঘর
তাইতো রাব্বি রাগের চোটে
করছে গরগর।
অবশেষে কালবৈশাখী
বিষ্টি নিয়ে আসে
লাল দিঘি আর পদ্ম-পুকুর
তাই না দেখে হাসে।

SHARE

Leave a Reply