এ জামান সাজু
কান্না যদি আসে মাগো
চোখে আসে ঢল
তুই ছাড়া কে মাথায় ওগো
হাত বুলাবে বল!
জীবন চলার পথে যদি
দুঃখ আসে নেমে
দূরদূরান্তের লক্ষ্যে যেতে
উঠি কভু ঘেমে।
তোমার দেয়া ভালোবাসা
হাত বাড়িয়ে নেবো
ঝড় বাদলে আঁধার রাতে
ভয় তাড়িয়ে দেবো।
এ জামান সাজু
কান্না যদি আসে মাগো
চোখে আসে ঢল
তুই ছাড়া কে মাথায় ওগো
হাত বুলাবে বল!
জীবন চলার পথে যদি
দুঃখ আসে নেমে
দূরদূরান্তের লক্ষ্যে যেতে
উঠি কভু ঘেমে।
তোমার দেয়া ভালোবাসা
হাত বাড়িয়ে নেবো
ঝড় বাদলে আঁধার রাতে
ভয় তাড়িয়ে দেবো।