Home ছড়া-কবিতা বদলে দাও

বদলে দাও

জুলফিকার শাহাদাৎ

যে পাখিটা ভোরের বেলায় খেলত তোমার উঠোনজুড়ে
পিউ পিউ শব্দ করে গান গাইত সুরে-সুরে
তুমি তাকে ঢিল ছুঁড়েছ, ভেঙেছ তার ছোট্ট ডানা
আর কখনও করবে এমন? বল বন্ধু, না, না, না, না।

যে খুকিটি তোমার ঘরে কাজ করে যায় দিনে-রাতে
পিঠে, পায়েস, রেজালা, ডিম দিচ্ছে রোজই তোমার পাতে
তুমি তাকে বকেছ কাল, ভেবেছ কি একটিবারও
ওকে তুমি বন্ধু ভেবে ওর হাতে হাত রাখতে পারো।

লিকলিকে সেই খোকাটিকে বল তোমার মনে পড়ে?
উদোম গায়ে ঘুরে বেড়ায়, রাত্রে ঘুমায় ঝুপড়ি ঘরে
তোমার কত জামা কাপড়, একটি জামা তেমন কী আর
দিলে ওকে, সেও তোমায় হাত বাড়াত ভালোবাসার।

যেমন ধর, তোমার বাসায় হচ্ছে কত মজার খাবার
খাচ্ছ কিছু আর কিছুটা ঝুড়ির ভেতর ফেলছ আবার
কেমন হতো করলে এমন, বন্ধু ভেবে ডাকলে তাকে
যে খোকাটি উপোষ পেটে ঘুমিয়ে আছে পথের বাঁকে।

আজকে থেকে বন্ধু তুমি নতুন করে ভাবলে না হয়
নিজকে এবার বদলে নিলে আগে ছিল কী পরিচয়
বদলে দিও অন্যকেও, দেখবে তখন ভুবনজুড়ে
মুক্ত ডানায় মনের সুখে শান্তির শ্বেত পায়রা উড়ে।

SHARE

Leave a Reply