Home ছড়া-কবিতা লাল সবুজের পাল

লাল সবুজের পাল

মনসুর আজিজ

এইতো আমার ভুল ভেঙেছে
মেহদি পাতায় হাত রেঙেছে
তাইতো পুবের সূর্য হলো লাল
সেই লালিমায় রাঙা তোমার গাল।

এইতো আমি ঠিক চিনেছি
রুপোর মতো টিপ কিনেছি
তাই আকাশে উঠলো রুপোর চাঁদ
সেই রুপাকে জড়িয়ে ধরার অনেক দিনের সাধ।

এইতো স্বাধীন দিন গুনেছি
স্বাধীনতার গান শুনেছি
তাইতো সবুজ টিয়ের ঠোঁটও লাল
ঢেউয়ের তালে নৌকা চলে লাল সবুজের পাল।

SHARE

Leave a Reply