কামাল হোসাইন
সকালবেলা দোয়েল পাখি
ঘুম ভাঙিয়ে দেয়
পলকা হাওয়ায় দুলে দুলে
ফুলের সুবাস নেয়।
পাখপাখালি কিচিরমিচির
আলস্যে গান গায়
নদী তখন আপনমনে
এঁকেবেঁকে যায়।
প্রজাপতি খুশির আলো
ছড়ায় ফুলের বনে
এমন দিনে মনটা আমার
রয় না ঘরের কোণে।
ফুলের বনে বসে বসে
ভোমরা ডাকে আয়
আবার দেখি দূরের পাহাড়
ডাকছে ইশারায়।
আমি তখন সবটা ভুলে
সবার ডাকে ছুটি
সাতসকালে সবার মনের
ফুলটা হয়ে ফুটি।