মো: আইয়ুব আলী
পাতা ঝরা চৈত্র দিনের শেষে
নতুন সূর্য উঠল আবার হেসে
নতুন করে চলতে দিল ডাক
নতুন বছর পহেলা বৈশাখ।
বছর শেষে আবার এলো
একটি নতুন দিন
নতুন দিনে নতুন করে
বাঁচার শপথ নিন।
মো: আইয়ুব আলী
পাতা ঝরা চৈত্র দিনের শেষে
নতুন সূর্য উঠল আবার হেসে
নতুন করে চলতে দিল ডাক
নতুন বছর পহেলা বৈশাখ।
বছর শেষে আবার এলো
একটি নতুন দিন
নতুন দিনে নতুন করে
বাঁচার শপথ নিন।