মো: তোফাজ্জল হোসেন
আনন্দ-বেদনা বিরহের মাঝে
পুরো একটি বছর পরে
আমাদের মাঝে বৈশাখটা
আবার এলো ঘরে।
বৈশাখ এলে মনটা সবার
আনন্দে নেচে ওঠে
বৈশাখ এলে গাছে গাছে
অনেক ফুল ফোটে।
কোনো গাছে দেখা যায়
লাল পাকা আম
কোনো গাছে দেখা যায়
কালো রঙের জাম।
মো: তোফাজ্জল হোসেন
আনন্দ-বেদনা বিরহের মাঝে
পুরো একটি বছর পরে
আমাদের মাঝে বৈশাখটা
আবার এলো ঘরে।
বৈশাখ এলে মনটা সবার
আনন্দে নেচে ওঠে
বৈশাখ এলে গাছে গাছে
অনেক ফুল ফোটে।
কোনো গাছে দেখা যায়
লাল পাকা আম
কোনো গাছে দেখা যায়
কালো রঙের জাম।