মো: মাহমুদুল হাসান
নতুন করে শপথ নিতে হবে
বছর পেরিয়ে এলো নববর্ষ
নব আনন্দে ঘরে ঘরে বাজে
ঘণ্টা ধ্বনির মত হর্ষ!
নতুন করে নেব শপথ
পৌঁছে দেবো আলো
এ ধরাতে যেখানে রয়েছে
এখনো আঁধার কালো।
মো: মাহমুদুল হাসান
নতুন করে শপথ নিতে হবে
বছর পেরিয়ে এলো নববর্ষ
নব আনন্দে ঘরে ঘরে বাজে
ঘণ্টা ধ্বনির মত হর্ষ!
নতুন করে নেব শপথ
পৌঁছে দেবো আলো
এ ধরাতে যেখানে রয়েছে
এখনো আঁধার কালো।