Home তোমাদের কবিতা হারানো বৈশাখ

হারানো বৈশাখ

রেজাউল করিম ময়না

বোশেখ এলেই মনে পড়ে
হারিয়ে যাওয়া দিন
মায়ের হাতের পিঠার স্মৃতি
মনে অমলিন।
পাই না খুঁজে সে মিঠা স্বাদ
হারালো কোথায়
স্মৃতিই শুধুই জমে আছে
হৃদয়ের কোনায়।

SHARE

Leave a Reply