Home তোমাদের কবিতা নতুন বছর

নতুন বছর

জাকির আজাদ

শান্তি সুখের বার্তা নিয়ে
নতুন বছর আসুক,
নব আলোয় জীর্ণ জ্বরা
আঁধারগুলি নাশুক।
দুঃখ গ্লানি ভুলে সবাই
প্রাণটা খুলে হাসুক
হিংসা মুছে পরস্পরে
নিখাদ ভালবাসুক।
মন্দ থেকে ভালো কাজে
সবাইকে খুব টানুক,
সবাই সবার দুখ-সুখটা
স্বপ্নের কথা জানুক।
ফেলে আসা মন্দ দিনের
রেশটা পুরা ঢাকুক,
সবার পাশে হাসিখুশির
জগৎ করে রাখুক।

SHARE

Leave a Reply