Home হাসির বাকসো হাসির বাকসো

হাসির বাকসো

পরীক্ষা দিয়ে রাফি বাড়ি ফিরছেÑ
বাবা : কিরে গণিত পরীক্ষা কেমন হল?
রাফি : ভালো, বাবা। শুধু একটি অংক ভুল হয়েছে।
বাবা : বাহ! আর বাকিগুলো?
রাফি : বাকি অংকগুলো তো করতেই পারিনি।
সংগ্রহে : মো: জাহিদ আনোয়ার
কুমারগাতি, জামালপুর

একদা এক স্কুল পরিদর্শক একটি স্কুল এসে ক্লাসের মধ্যে এক ছাত্রকে জিজ্ঞাসা করলেনÑ
পরিদর্শক : বলত কাল কত প্রকার?
১ম ছাত্র : স্যার, দুই প্রকার।
পরিদর্শক : (অবাক হয়ে) কি কি?
১ম ছাত্র : স্যার, সকাল ও বিকাল।
তখন পরিদর্শক আরেক ছাত্রকে জিজ্ঞাসা করলেন, বলত কাল কত প্রকার?
২য় ছাত্র : স্যার, ও ভুল বলেছে, আসলে কাল ছয় প্রকার ।
পরিদর্শক : বল কি কি?
২য় ছাত্র : স্যার- সকাল, বিকাল, গতকাল, আগামীকাল, শিশুকাল ও বৃদ্ধকাল।
পরিদর্শক : (রেগে) শিক্ষককে বললেন, আপনি বলুনতো কাল কত প্রকার।
শিক্ষক : আসলে কাল আট প্রকার। যথা : সকাল, বিকাল, গতকাল, আগামীকাল, শিশুকাল, বৃদ্ধকাল, ইহকাল ও পরকাল।
সংগ্রহে আরীফুল ইসলাম
তরগাঁও, কাপাসিয়া, গাজীপুর

ইংরেজ ভদ্রলোক (পিঠা বিক্রেতাকে) : যিধঃ রং ঃযরং?
পিঠা বিক্রেতা : ইট ইজ চিতল পিঠা।
ভদ্রলোক : হোয়াট ইজ চিতল পিঠা?
পিঠা বিক্রেতা : ওয়ান সাইড ফুটা ফুটা, আদারসাইড পোড়া পোড়া, রঃ রং পধষষবফ চিতল পিঠা।
সংগ্রহে : মো: জহুরুল ইসলাম
তাহেরপুর, বাগমারা, রাজশাহী
ছেলে সাঁতার জানে না কিন্তু নদীতে গোসল করতে যাচ্ছে। শতবার মানা করার পরও ছেলে নদীতে গোসল করতে যাবেই। তাই তার মা তাকে বলছেনÑ
মা : খোকা, তুই যে নদীতে গোসল করতে যাচ্ছিস, যদি নদীতে ডুবে মারা যাস, তাহলে কিন্তু তোকে আর ঘরে জায়গা দেব না।
সংগ্রহে : ফাইজা তাবাসসুম
চরফ্যাশন, ভোলা

দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছেÑ
১ম বন্ধু: বন্ধু তোমার বাড়ি কোথায়?
২য় বন্ধু: দেখতে চাও নাকি শুনতে চাও?
১ম বন্ধু : দেখতে চাই।
২য় বন্ধু: (গলা চিপে ধরে) আমার বাড়ি গলাচিপা।
২য় বন্ধু: এবার বল তোমার বাড়ি কোথায়?
১ম বন্ধু: দেখতে চাও নাকি শুনতে চাও?
২য় বন্ধু: দেখতে চাই।
১ম বন্ধু : (ধাক্কা মেরে) আমার বাড়ি ধাক্কা মারা।
সংগ্রহে : দুরন্ত ইকবাল
বাকলিয়া সরকারি (ল্যাব:) উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম

পাগলাগারদের এক পাগল ডাক্তারকে বলল, আপনাকে দেখলে আমার কিছুটা ভাল লাগে
ডাক্তার : কেন?
পাগল : আপনাকে দেখলে কিছুটা আমাদের মত লাগে।
সংগ্রহে: মু কাইছার হাকিম
পতেঙ্গা ইসলামিয়া আলিয়া মাদ্রাসা, চট্টগ্রাম

ছেলে : বাবা জানো কাল রাতে যা ঝড়বৃষ্টি আর বজ্রপাত হয়েছিল।
বাবা: তাই নাকি? আমাকে জানালি না কেন? জানিস বজ্রপাত হলে আমি ঘুমাতে পারি না।
সংগ্রহে : শিব্বির আহম্মেদ টিটু
রামগতি, লক্ষ্মীপুর

SHARE

7 COMMENTS

Leave a Reply