হযরত আয়শা (রা) থেকে বর্ণিত। নবী করীম (সা) বলেন : “যে জিনিসে কোমলতা থাকে, কোমলতা সেটিকে সৌন্দর্যমণ্ডিত করে। যে জিনিস থেকে কোমলতা ছিনিয়ে নেয়া হয় সেটাই দোষদুষ্ট ও ত্রুটিযুক্ত হয়ে যায়।” (মুসলিম)
বন্ধুরা,
কোমলতা এক মহৎ গুণ। যার মধ্যে কোমলতা নেই সে সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত। আল্লাহ নিজে কোমল ও সহানুভূতিশীল। তিনি কোমলতা ও সহানুভূতিশীলতাকে ভালোবাসেন। কোমলতা ছোট একটি শব্দ হলেও এর ব্যাপকতা অনেক। কোমলতা অর্থ হচ্ছেÑ
ক. রাগ সংবরণ করা,
খ. ক্ষমাশীলতা অবলম্বন করা,
গ. সৎকাজের আদেশ দেয়া,
ঘ. অজ্ঞ-মূর্খ লোকদের এড়িয়ে চলা,
ঙ. মন্দকে ভালো দ্বারা প্রতিহত করা,
চ. ধৈর্য ও সহনশীলতার পরিচয় দেয়া,
ছ. ধীর-স্থিরতা অবলম্বন করা।
রাসূল (সা) বলেছেন, আল্লাহ কোমল ও মেহেরবান। তাই তিনি প্রতিটি কাজে কোমলতা ও সহনশীলতাকে পছন্দ করেন।
তাই এসো, সর্বক্ষেত্রে আমরা কোমলতা অবলম্বনের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করি।