Home ছড়া-কবিতা এলো বসন্ত

এলো বসন্ত

মাহমুদুল হাসান নিজামী

পাকা পাতা ঝরে
শুকনো পাতা নড়ে
মনের ঘরে দেয়রে দোলা
নীল আকাশটা খোলা
আ¤্র ফুলের মঞ্জরিতে রঙ লেগেছে মনে
নয়া দিনের ডাক এসেছে বসন্তের এই ক্ষণে।
বনে বনে ফুলের মেলা
আসমানেতে রঙের খেলা
ফুলে ফুলে লাল
কৃষ্ণচূড়ার হাল
কচি পাতায় ভরে গেছে বৃক্ষ শাখা ডাল
সবার মুখে একই কথা আজ বসন্তকাল।
শুকনো পাতা ঝরে পড়ে
হাওয়ার সাথে খেলা
ধুলো বালি উড়ে
হাওয়ার সাথে ঘুরে
ধূসর আকাশ ধূসর জমি ভাবনা অনন্ত
কালের নয়া পোশাক পরে এলো বসন্ত।

SHARE

Leave a Reply