রওশন মতিন
জানালা খুলে অবাক চোখে তাকিয়ে থাকি,
ফুল ফুটেছে, বলল ডেকে ভোরের পাখি।
রঙ ছড়ালো রোদের ঝিলিক-মুক্ত আলো,
যতই দেখি, অবাক চোখে লাগছে ভালো।
আজ সকালের সূর্যটা কি রক্তলাল,
বইছে হাওয়া স্বাধীনতার উড়িয়ে পাল,
ডানপিঠে সব ইচ্ছেগুলো ডানা মেলে উড়তে চায়,
স্বাধীনতার সবুজ দেশে মন যে আমার হারিযে যায়।
স্বাধীনতার লাল সূর্য দিক-দিগন্তে উঠল ফুটে,
স্বাধীনতার খোলা বুকে এই যে আমি চলছি ছুটে।
khub valo hoeche. apnar e mail numberta diben ke ?