সিকান্দার আল মামুন
অন্ধকারে ঘুমের ঘোরে হঠাৎ
মাথায় যেন বজ্রপাতের আঘাত।
চারদিকে চেঁচামেচি গোলাগুলি
উড়ে গেছে ত্রিশ লক্ষ মাথার খুলি।
নিদ্রাবিহীন অনাহারে সাহস বুকে
এগিয়ে গেলাম স্বাধীনতার স্বপ্ন এঁকে
রক্তরাঙা শাড়িপরা সবুজ মাতা
বিনিময়ে পেয়েছি আজ স্বাধীনতা।