Home তোমাদের কবিতা হে স্বাধীনতা

হে স্বাধীনতা

আরমান হোসাইন রাজু

তুমি আমার প্রেমের মিতা
হৃদয় খাঁচার পাখি
না থাকলে আমার পাশে
কাঁদতো আমার আঁখি।
তুমি আমার অঙ্গ জুড়ে
দেহভরা সুখ
তোমায় পেয়ে ঘুচে গেল
আমার সকল দুঃখ।

SHARE

Leave a Reply