Home তোমাদের কবিতা কাঁদিসনে মা আর

কাঁদিসনে মা আর

এমদাদুল হক এমদাদ

কাঁদিসনে মা আর
তোর ছেলেরা যুদ্ধ করে
প্রাণ দিয়েছে দেশের তরে
বিজয় চমৎকার!
কাঁদিসনে মা আর।
লাল সবুজের পতাকা
তোর ছেলেরই রক্তমাখা
চির মমতার!
কাঁদিসনে মা আর।

SHARE

Leave a Reply