এমদাদুল হক এমদাদ
কাঁদিসনে মা আর
তোর ছেলেরা যুদ্ধ করে
প্রাণ দিয়েছে দেশের তরে
বিজয় চমৎকার!
কাঁদিসনে মা আর।
লাল সবুজের পতাকা
তোর ছেলেরই রক্তমাখা
চির মমতার!
কাঁদিসনে মা আর।
এমদাদুল হক এমদাদ
কাঁদিসনে মা আর
তোর ছেলেরা যুদ্ধ করে
প্রাণ দিয়েছে দেশের তরে
বিজয় চমৎকার!
কাঁদিসনে মা আর।
লাল সবুজের পতাকা
তোর ছেলেরই রক্তমাখা
চির মমতার!
কাঁদিসনে মা আর।