মো: বিলাল হোসেন
রোদ বৃষ্টি আলো বাতাস
আমার দেশে হয়
বীরের মত পাহাড় পর্বত
উঁচু হয়ে রয়।
সুজলা সুফলা শস্য ক্ষেত
দুপুর সন্ধ্যা বেলা
ফুলবাগানে ফুলের ঘ্রাণে
প্রজাপতির মেলা।
সবুজ পাতা সবুজ ঘাস
সবুজ সবুজ মাঠ
চার দিকেতে সবুজ ঘেরা
কলাবতির হাট।
মো: বিলাল হোসেন
রোদ বৃষ্টি আলো বাতাস
আমার দেশে হয়
বীরের মত পাহাড় পর্বত
উঁচু হয়ে রয়।
সুজলা সুফলা শস্য ক্ষেত
দুপুর সন্ধ্যা বেলা
ফুলবাগানে ফুলের ঘ্রাণে
প্রজাপতির মেলা।
সবুজ পাতা সবুজ ঘাস
সবুজ সবুজ মাঠ
চার দিকেতে সবুজ ঘেরা
কলাবতির হাট।