আল জাবিরী
বসন্ত এলো পাখিদের
মিষ্টি মধুর গানে
ফাগুন চৈত্রে কোকিলের
কুহু কুহু তানে।
বসন্ত এলো কৃষ্ণচূড়া
লাল গোলাপের সনে
গাছে গাছে নব কুঁড়ির
মুগ্ধ করা ক্ষণে।
বসন্ত এলো রাতের বেলা
স্বপ্ন ভরা ঘুমে।
ফুল বাগানের ফুল পাখিরা
পরশ বুলায় চুমে।
আল জাবিরী
বসন্ত এলো পাখিদের
মিষ্টি মধুর গানে
ফাগুন চৈত্রে কোকিলের
কুহু কুহু তানে।
বসন্ত এলো কৃষ্ণচূড়া
লাল গোলাপের সনে
গাছে গাছে নব কুঁড়ির
মুগ্ধ করা ক্ষণে।
বসন্ত এলো রাতের বেলা
স্বপ্ন ভরা ঘুমে।
ফুল বাগানের ফুল পাখিরা
পরশ বুলায় চুমে।