ফায়েজ-উস-শোয়াইব ..
আমার প্রিয় জন্মভূমি আমার প্রিয় দেশ
আমার প্রিয় মাতৃভূমির রূপের নাইকো শেষ।
আমার দেশের নীল আকাশে ওড়ে মেঘের ভেলা
কখনো বা বৃষ্টি হলে রংধনু করে খেলা।
আমার দেশের খাল বিলেতে শাপলা কমল ভাসে
দূর দিগন্তে পাহাড়গুলো মিষ্টি করে হাসে
গাছের ছায়ায় লতায় পাতায় ঘেরা আমার দেশ
খোদার অসীম দান সেতো সোনার বাংলাদেশ।