রবিউল কমল ..
ছড়ার গাড়ি দিলেম ছাড়ি
চলছে সেতো চলছে
ছন্দগুলো মনের কথা
বলছে দেখো বলছে।
অন্ত্যগুলো দন্তে গিয়ে
আটকে গেছে আটকে
ছড়ার গাড়ি দিচ্ছে পাড়ি
তেপান্তরে মাঠকে।
ইচ্ছে হলে ছড়ার গাড়ি
যায় না চড়া যায় না
চালক আছে এই গাড়িতে
নেইতো কোনো আয়না।
ছড়ার গাড়ি চড়ছে খুকি
দুলছে মন দুলছে
ছড়ায় ফোটা ফুলের বোঁটা
একটি করে তুলছে।
ছড়ার গাড়ি দিলেম ছাড়ি
কুঝিক-ঝিক ঝিকরে
চাইলে ছড়া যায় না গড়া
ছন্দে লাগে ঠিকরে।
ছড়ার গাড়ি দিলেম ছাড়ি
থামবে কবে থামবে
ছড়া যেদিন আকাশ থেকে
বৃষ্টি হয়ে নামবে।