শহীদ সিরাজী
যে ভাষাতে হাতে খড়ি
যে ভাষাতে লিখি পড়ি
সে যে আমার মায়ের ভাষা
সে যে আমার বাংলা ভাষা।
যে ভাষাতে কথা বলি
যে ভাষাতে মিথ্যা দলি
সে যে আমার মায়ের ভাষা
সে যে আমার বাংলা ভাষা।
যে ভাষাতে স্বপ্ন দেখি
যে ভাষাতে জীবন আঁকি
সে যে আমার মায়ের ভাষা
সে যে আমার বাংলা ভাষা।