আবদুল কুদ্দুস ফরিদী
কাবার আঙিনায় হালিমার গৃহে
মরু আরবের মাঠে
একা তাঁর দিন কাটে।
তিনি আমাদের নবী
সাম্য-প্রীতির ফল্গুধারা
আলোর প্রতিচ্ছবি।
আরব-আজমের শ্রেষ্ঠ তিনি
তুলনা হয় না তাঁর
নিখিল বিশ্বের রহমত তিনি
করুণার পারাবার।
মদিনার মরুদ্যানে
মহা-সাম্যের মিলন ঘটালেন
ভায়ে ভায়ে প্রাণে প্রাণে।
সুন্দর তিনি শ্রেষ্ঠ তিনি
বিশ্বের অলঙ্কার
অপূর্ব তিনি অপরূপ তিনি
স্রষ্টার উপহার।