আলতাফ হোসাইন রানা
শীত সকালে মিষ্টি মধুর
রোদ হাসছে দেখে
সবুজ ঘাসে শিশির কণা
পড়ছে একে বেঁকে।
সবার মুখে হাসির ঝিলিক
মিষ্টি খেজুর রসে
রসের পিঠার ভাগ বসাতে
গোল হয়ে সব বসে।
মন রাখালের ছুটছে মাঠে
গরু বাছুর ধায়
শীত সকালে দেয়রে দোলা
সবুজ শ্যামল গাঁয়।