Home ছড়া-কবিতা রক্ত নদীর দান রক্ত নদীর দান February, 2013 ইউসুফ আল আজাদ বাংলা আমার মাতৃভাষা বাংলা জন্মভূমি বাংলা ভাষা ফিরে এলো রক্ত সাগর চুমি। বাংলা আমার প্রিয় ভাষা সোনার চেয়ে দামি বাংলা ভাষা আনতে মোরা রাজ-পথে নামি। হৃদয় মাঝে সদাই আমার বাংলা ভাষার গান বাংলা আমার প্রাণের ভাষা রক্ত নদীর দান।