Home ছড়া-কবিতা এসো মা এসো মা February, 2013 রেদওয়ানুল হক এসো মা হেসো মা দেশ ভালো এই দেশ সেরা দেশ ফুলপাখি ঘেরা দেশ মমতার ডেরা দেশ সুন্দর শেষও না। এসো মা হেসো মা ফুল হয়ে পাখি হয়ে সবুজের আঁখি হয়ে মাটি মাখামাখি হয়ে মননেই মেশো মা। এসো মা হেসো মা আনন্দে ভেসো মা।