Home তোমাদের কবিতা বাংলা ভাষা

বাংলা ভাষা

আবদুস সামাদ রাজু

মায়ের ভাষার আন্দোলনে
গর্জে ওঠে শফিক
গর্জে ওঠে বীর সেনানী
গর্জে ওঠে রফিক।
কার্ফু ভেঙে নেমে পড়ে
মায়ের ভাষার টানে
প্রাণ দিয়ে দেয় সুর মিলাতে
সেই ভাষারই গানে।
অবশেষে মিললো সে সুর
সেই সুমধুর গান
আমাদের এই বাংলা ভাষা
ত্যাগের প্রতিদান।

SHARE

Leave a Reply