মু. মাহমুদুল হাসান
বাংলা আমার মুখের ভাষা
বাংলা আমার বুলি
এ ভাষাতে সকাল সাঁঝে
আমার মুখ খুলি।
বাংলা আমার কণ্ঠে গাওয়া
মিষ্টি মধুর গান
ষোল কোটির মুখের ভাষা
মহান আল্লাহর দান।
এ ভাষাতে লুকিয়ে আছে
শত স্বপ্ন আশা
মাতৃস্নেহ বাবার আদর
আছে ভালোবাসা।
মু. মাহমুদুল হাসান
বাংলা আমার মুখের ভাষা
বাংলা আমার বুলি
এ ভাষাতে সকাল সাঁঝে
আমার মুখ খুলি।
বাংলা আমার কণ্ঠে গাওয়া
মিষ্টি মধুর গান
ষোল কোটির মুখের ভাষা
মহান আল্লাহর দান।
এ ভাষাতে লুকিয়ে আছে
শত স্বপ্ন আশা
মাতৃস্নেহ বাবার আদর
আছে ভালোবাসা।