শাহাদাত হুসাইন
পণ করেছি জীবন দেব
রাষ্ট্রভাষা বাংলা নেব
বাংলা আমার মায়ের ভাষা
দিনমুজরি গরিব চাষা।
সাগর সমান রক্ত দেব
বুলেট বোমা বুকে নেব
তবুও আমার বাংলা চাই
প্রাণ দিয়েই তো বাংলা পাই।
শাহাদাত হুসাইন
পণ করেছি জীবন দেব
রাষ্ট্রভাষা বাংলা নেব
বাংলা আমার মায়ের ভাষা
দিনমুজরি গরিব চাষা।
সাগর সমান রক্ত দেব
বুলেট বোমা বুকে নেব
তবুও আমার বাংলা চাই
প্রাণ দিয়েই তো বাংলা পাই।