নাঈম উদ্দিন চৌধুরী
মাতৃভাষা মণি মুক্তা
অমূল্য তার মান
তারই জন্য জীবন দিলেন
বাংলার কত প্রাণ!
প্রাণের চেয়েও দামি যা
ভাষা তার নাম
কোনো কিছু দিয়েই যার
শোধ হবে না দাম।
নাঈম উদ্দিন চৌধুরী
মাতৃভাষা মণি মুক্তা
অমূল্য তার মান
তারই জন্য জীবন দিলেন
বাংলার কত প্রাণ!
প্রাণের চেয়েও দামি যা
ভাষা তার নাম
কোনো কিছু দিয়েই যার
শোধ হবে না দাম।