মু. আনিসুর রহমান
টিনের চালে রোদের আলো করছে ঝিকিমিকি
গাছের ডালে বসে আছে মিষ্টি কোকিল পাখি
মিষ্টি সুরে সুর তুলেছে কুহু কুহু তান
প্রকৃতিতে আবার যেন ফিরে এল প্রাণ।
ফুলের বাগান ভরে গেছে নানা রঙের ফুলে
তাইতো আজ সবার মনে খুশির আমেজ দোলে।
মু. আনিসুর রহমান
টিনের চালে রোদের আলো করছে ঝিকিমিকি
গাছের ডালে বসে আছে মিষ্টি কোকিল পাখি
মিষ্টি সুরে সুর তুলেছে কুহু কুহু তান
প্রকৃতিতে আবার যেন ফিরে এল প্রাণ।
ফুলের বাগান ভরে গেছে নানা রঙের ফুলে
তাইতো আজ সবার মনে খুশির আমেজ দোলে।