কামাল হোসাইন..
ও শীত তুমি আর মেলো না থাবা
তোমার জন্যে কততো লোকের
বন্ধ নাবা-খাবা।
কততো লোকের ঘর-বাড়ি নেই
পথেই যাদের বাস,
তোমার এমন নগ্ন ত্রাসে
যাচ্ছে ভুলে শ্বাস।
নেই কাঁথা বা গরম কাপড়
ওদের হাতের কাছে-
তোমার এমন তাণ্ডবে কও
কেমনে তারা বাঁচে?
তাই তো বলি, ও শীত তুমি
যাও চলে খুব দূরে-
নইলে দেবো নির্বাসনে
বিজন অচিনপুরে।