জিয়া হক ..
একলা যখন এই শহরে
হাঁটতে থাকি
আমার অবুঝ দুচোখ খোঁজে
দোয়েল পাখি।
খুঁজতে থাকে সরষে ক্ষেতের
ঢেউ খেলানো হলুদ আভা
কিংবা খোঁজে ভাত শালিকের ঝাঁক
হিজল ডালে ঝুলতে থাকা মৌভরা মৌচাক
কলাই ক্ষেতের বাঁক।
আবার খোঁজে ইলশে মাছের পেটের মত
ছলাৎ ছলাৎ নদী
যদি-
শব্দমুখর এই শহরে পেয়েই যেতাম
মধুমতির শান্ত নীরবতা
জমতো অনেক কথা।
কথায় কথায় কাব্য হতো খুব
এই শহরে তখন তুমি সবুজ নীলে
কাকভেজা চুপচুপ।
নিমের বাতাস বইয়ে দিত সুখ
নীল সবুজের গন্ধে ভেজা
স্বপ্নে বাঁধি বুক।