ওয়াহিদ আল হাসান
মিথ্যা কথা যায় যে বলা
অতি সহজ করে
ধ্বংস তাতে দেয় যে নাড়া
যদি কপাল ধরে।
সত্য কথা বলতে পারা
বড় কঠিন কাজ
ভাগ্য তবে ফলতে পারে
নিত্য সবার মাঝ।
সত্য যদি হারিয়ে যায়
মিথ্যা কথার মাঝে
রহম সেতো থাকবে দূরে
নিত্য সকল কাজে।
সত্য সেতো অমর বাণী
যায় না কভু খোয়া
মিথ্যা কথা বললে কভু
হয় না কবুল দোয়া।
আজকে থেকে শপথ করি
আসুন সবে মিলে
মিথ্যা কথা দূরে ঠেলে
সত্যকে নিই তুলে।