মহিউদ্দীন মাসুম
বছর ঘুর ফিরে এলো মোদের মাঝে শীত
তাইতো আবার গেতে হবে নতুন করে গীত।
সকাল হলে মা-মণি যে রান্না ঘরে যাবে
খানিক বাদে বলবে খোকা, পিঠা তুমি খাবে?
খেজুর রস আর চিতুই পিঠা খেতে ভারি মজা
তাইতো সারা বছর বসে শীতের ঋতু খোঁজা।
মহিউদ্দীন মাসুম
বছর ঘুর ফিরে এলো মোদের মাঝে শীত
তাইতো আবার গেতে হবে নতুন করে গীত।
সকাল হলে মা-মণি যে রান্না ঘরে যাবে
খানিক বাদে বলবে খোকা, পিঠা তুমি খাবে?
খেজুর রস আর চিতুই পিঠা খেতে ভারি মজা
তাইতো সারা বছর বসে শীতের ঋতু খোঁজা।