Home তোমাদের কবিতা হাড় কাঁপানো শীত

হাড় কাঁপানো শীত

সোহানুর রহমান অনন্ত

ঘুমটি ভাঙে মায়ের হাতের
মিষ্টি পিঠার গন্ধে
শীতের সকাল মনটা নাচে
পিঠে খওয়ার ছন্দে।
কাঁচা রস হাড়ি ভরে
পরে টুপ টাপ
হাড় কাঁপানো শীত তাই
সবাই চুপচাপ।
আগুন জ্বেলে উঠোনেতে
সবে মিলে বসে
ভরে ওঠে গাঁয়ের বাজার
নতুন খেজুর রসে।

SHARE

Leave a Reply