স্বপন মিয়া
শীতের বুড়ি, শীতের বুড়ি
বিনয় করে বলি,
জীবন নিয়ে লড়াই করে
আমরা যারা চলি-
যেখানে ঠাঁই জোটে
সেথায় গুঁজি মাথা,
শীতে কাঁপি মরি-মরি
নাই বস্ত্র কাঁথা।
আমাদের কথা ভেবে
আরজিখানা মান,
হিমালয়ের হিমগুলো
কম করে আন।
স্বপন মিয়া
শীতের বুড়ি, শীতের বুড়ি
বিনয় করে বলি,
জীবন নিয়ে লড়াই করে
আমরা যারা চলি-
যেখানে ঠাঁই জোটে
সেথায় গুঁজি মাথা,
শীতে কাঁপি মরি-মরি
নাই বস্ত্র কাঁথা।
আমাদের কথা ভেবে
আরজিখানা মান,
হিমালয়ের হিমগুলো
কম করে আন।