Home তোমাদের কবিতা শীত

শীত

সিফাত বিনতে আলম..

কুয়াশা কুয়াশা মেঘ ফুঁড়ে
বিশাল পাহাড় ঐ যে দূরে।
শিশির ভেজা ঘাসে ঘাসে
রোদের ঝিলিক মৃদ্যু হাসে।
পাতঝরা শুকনো ডালে
ফিঙে নাচে তালে তালে।
হেমন্ত তাই শুধুই ভাবে
শীতকালটা আসবে কবে।
শীতের বুড়ি এলেই তবে
হেমন্তভাই বিদায় নেবে।

SHARE

Leave a Reply