রবিউল কমল..
সকাল বেলা খেজুর রস জ্বালায় মা চুলোতে
চিতোই পিঠা ভিজিয়ে তাতে সাজিয়ে রাখে কুলোতে।
বিকাল হলে চাঁদের বুড়ি চরকা কাটে ঘুরিয়ে
আকাশ থেকে সুতা পাঠায় বাতাস দিয়ে উড়িয়ে।
সন্ধ্যা এলে ভাপা পিঠায় কি যে দারুণ লাগেরে
শীতে আসলে মনটা বুঝি নতুন করে জাগেরে।
শীতের রাতে লেপ কাঁথাতে মুড়িয়ে থাকে সকলে
কষ্টে থাকে গরিব যারা ভোগে শীতের ধকলে।