একটা পুঁটি কাশছিল
তাই না শুনে একটা শোল
দাঁত কেলিয়ে হাসছিল।
একটা বোয়াল চান্স নিল
বিরাট বড়ো মুখ বেঁকিয়ে
দুপুরবেলা নাচছিল।
নাচন তো নয় ছল করে
মনের মধ্যে জট ছিল
খাবে বলেই কাঁপছিল।
বোয়াল মাছের লম্বা হা
খায় যে ধরে মাছের ছা’
খাবে বলে আসছিল।
পুঁটিরে তুই মুখ বুজে থাক
বোয়ালটা পথ ভুলে যাকÑ
তোর মা জননী ডাকছিল।
শ্যাওলা ঝোপে বসে বসে
পুঁটির মা যে রাঁধছিল
আর তোকে ভাবছিল।