অনেক রঙ রঙের বাহার-
রঙধনু আর সূর্যমুখী,
তোমার আমার বন্ধু হয়ে
হ্সাছে দ্যাখ, কত্ত সুখী!
এই যে নদী, বনের পাখি
আকাশ ভরা সূর্য-তারা,
চাঁদের আলোয হাট বসে কার-
ভীড় করে কোন্রূপকথারা!
ইচ্ছে নামের ঘোড়ায় চড়ে
তোমরা কিন্তু কেউ
হতে পারো অমনি পাখি
কিংবা নদীর ঢেউ!
আঁকতে পারো লক্ষ ছবি
আপন মনের দেয়ালে
রঙধনু আর রঙতুলিতে
ইচ্ছে নামের খেয়ালে।
i like kishorkanta.i am a regular writer of this magazine. but i not get any respective yet.please consider this matter.i wish long life of kishirkatho.thanks .my one article is published in the december 2012 kishorkantha .name as echhe by rawsanmatn.thanks