আমানত উল্লাহ সোহান
শীত সোহাগী আসলো দেশে
রূপের রানী হয়ে
ভোর বিহানে সুখের ক্ষণে
হিম পবনে বয়ে।
শীত সোহাগী আসলো দেশে
হিম কুয়াশায় মুড়ে
পিঠা পুলি সোনারোদে
মিঠে দানা গুড়ে।
শীত সোহাগী আসলো দেশে
সোনা রোদের ঝিলিক
সোনার দেশ বাংলাদেশ
নয়া পাখির হিরিক।