শহিদুল ইসলাম
চুপি চুপি কোথা থেকে
এলো আজ শীত
গুন গুন গায় পাখি
শীত শীত শীত।
কৃষকেরা ধান কেটে
পায় খুঁজে সুখ
পিঠাপুলি খাবে তাই
উজ্জ্বল মুখ।
রাখালেরা বাঁশি নিয়ে
সুর তুলে গায়
চারদিকে মাঠগুলো
ধানে ছেয়ে য়ায়
শহিদুল ইসলাম
চুপি চুপি কোথা থেকে
এলো আজ শীত
গুন গুন গায় পাখি
শীত শীত শীত।
কৃষকেরা ধান কেটে
পায় খুঁজে সুখ
পিঠাপুলি খাবে তাই
উজ্জ্বল মুখ।
রাখালেরা বাঁশি নিয়ে
সুর তুলে গায়
চারদিকে মাঠগুলো
ধানে ছেয়ে য়ায়