হাফিজুর রহমান হাফিজ
শীত শীত শীত এলো
আমাদের রাজ্যে
রাজকীয় সাজগোজে
ভাবে গাম্ভীর্যে।
শীত এলো নীলা কাকা
সামিয়ানা ফুঁড়ে
হিম বায়ু কুয়াশার
চাদরটা মুড়ে।
শীত শীত শীত এলো
আহ্ কী ঠাণ্ডা!
কেঁপে কেঁপে দাদু বলে
‘গেল বুঝি জানডা’!
হাফিজুর রহমান হাফিজ
শীত শীত শীত এলো
আমাদের রাজ্যে
রাজকীয় সাজগোজে
ভাবে গাম্ভীর্যে।
শীত এলো নীলা কাকা
সামিয়ানা ফুঁড়ে
হিম বায়ু কুয়াশার
চাদরটা মুড়ে।
শীত শীত শীত এলো
আহ্ কী ঠাণ্ডা!
কেঁপে কেঁপে দাদু বলে
‘গেল বুঝি জানডা’!