লাবীব আহসান
স্বপ্ন আঁকি স্মৃতির পাতায়
স্বপ্ন আঁকি মনে,
স্বপ্ন আঁকি দূর আকাশে
চাঁদের হাসির সনে।
স্বপ্ন আঁকি সবুজ ঘাসে
স্বপ্ন আঁকি নীড়ে
স্বপ্ন আঁকি বনে বনে
হাজার লোকের ভিড়ে।
স্বপ্ন আঁকি পুকুর জলে
স্বপ্ন আঁকি মাঠে
স্বপ্ন আঁকি সেই ছেলেটির
মন আছে যার পাঠে।