জাহাঙ্গীর ডালিম
মা যে আমার প্রাণের প্রিয়
সুখের নয়নমণি
আদর সোহাগ স্নেহ দিয়ে
মানুষ করেন যিনি।
তাই বলি আর করো না কেউ
মাকে অবহেলা
মা ছাড়া কেউ সুখ পাবে না
সকাল সন্ধ্যা বেলা।
জাহাঙ্গীর ডালিম
মা যে আমার প্রাণের প্রিয়
সুখের নয়নমণি
আদর সোহাগ স্নেহ দিয়ে
মানুষ করেন যিনি।
তাই বলি আর করো না কেউ
মাকে অবহেলা
মা ছাড়া কেউ সুখ পাবে না
সকাল সন্ধ্যা বেলা।