Home ছড়া-কবিতা হেমন্তে

হেমন্তে

মোহাম্মদ মাহ্ফুজউল্লাহ..

শিশির ঝরা এই আকাশে
নতুন রূপের ছায়া জাগে
পল্লবে আর ঘাসের ডগায়
হেমন্তেরি ছোঁয়া লাগে।

পাকা ধানের পাতায় পাতায়
কোমল শিশির যায় মিশে যায়
হলুদ বরণ ধানগুলো আজ
রাঙলো রূপের নতুন রাগে।

চঞ্চল যে পাখনা মেলে
অচিন পাখি যায় যে উড়ে
হলুদ-ছোঁয়া মাঠ পেরিয়ে
বনের পথে অনেক দূরে।

নতুন ধানের সুবাস জাগে
তাইতো সুরের দোলা লাগে
হৃদয় উদাস বাউল হলো
আপন মনের অনুরাগে।

SHARE

2 COMMENTS

Leave a Reply to MD.Mahbubur Rahman Cancel reply