Home ছড়া-কবিতা নিসর্গের এই রূপমাধুরী

নিসর্গের এই রূপমাধুরী

নাসিরুদ্দীন তুসী..

আমনক্ষেতে যখন ঝরে কলস কলস সোনা,
শস্য তো নয় মাটির মাঝে স্বপ্নগুলো বোনা।
আকাশ জুড়ে যখন ফোটে লক্ষ কোটি তারা,
পাহাড় বেয়ে আসে যখন চপল ঝর্নাধারা
সেই অপরূপ রূপের কথা কেমন করে লিখি,
গভীর রাতে নদীর বুকে চাঁদটা রুপোর সিকি!
জ্যোৎস্না হাসে কী উচ্ছ্বাসে কোন্ ভাষাতে বলি,
লেখার ভাষা, বলার ভাষা কোথায় কথার কলি!
নিসর্গের এই রূপমাধুরী ভীষণ ভালো লাগে,
তাই কবিতার শব্দ বুনি গভীর অনুরাগে!

SHARE

2 COMMENTS

Leave a Reply