মুহার্যি মোতালেব..
সাদা কালো রঙ গায়ে দোয়েল পাখি
লেজ তার বড় আর মিষ্টি আঁখি।
ডালে চালে আঙিনায় বসে ও ওড়ে
নানা সুরে গান গায়, যায় না দূরে।
খুব ভোরে জেগে ওঠে সবার আগে
তার গানে ঘুম থেকে শিশুরা জাগে।
তার শিসে ফুলকলি পাপড়ি খোলে
ভোরের বাতাসে ফুল দো দুল দোলে।
এ দোয়েল আমাদের জাতীয় পাখি
তার প্রতি মমতার দৃষ্টি রাখি।