Home তোমাদের কবিতা নবান্নের নিমন্ত্রণ নবান্নের নিমন্ত্রণ November, 2012 ফারদিন আকন্দ .. নতুন ধানের নতুন চালের নেইতো আর দেরি নবান্নের উৎসব হবে আমাদের বাড়ি। কত পিঠা কত পায়েস খাবরে সবাই ছোট্ট বোন সেও খাবে খুশির সীমা নাই। গাঁ ছাড়া এমন মজা পাবো কোথায় বল! জোনাকের আলো জ্বলে করে ঝলমল।